সাকিবকে নিয়ে মিললো সুখবর!

অবশেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে। তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।

তিনি আরো বলেন, সাকিবের কিছুটা অস্বস্তি ছিলো। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিলো তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।

এর আগে ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ওই ম্যাচেও সতর্কতা হিসেবে বিশ্রামে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে তাকে ম্যাচ থেকে সরিয়ে রাখা হবে।

স্বাআলো/এসএস