রাতে আবারো সাক্ষাৎকার নিয়ে আসছেন সাকিব

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। নিজের ফেসবুকে লাইভে এসে তামিম দাবি করেছেন, অনেকটা চাপে ফেলে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। ভক্তদের অনেকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসানকে। সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা দিয়েছেন সেসবের।

তবে এখানেই থামছেন না সাকিব আল হাসান। আজ রাত ১০টায় আবারো আরেকটি সাক্ষাৎকার আসতে যাচ্ছে টাইগার অধিনায়কের। সাকিবকে নিয়ে এবার বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই তার নেয়া এক সাক্ষাৎকার প্রচার করতে যাচ্ছেন। দেশের ক্রিকেটে এমন উত্তাল অবস্থায় আবারো নতুন সাক্ষাৎকারে কি বলতে যাচ্ছেন সাকিব? তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এর আগে বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ইস্যুতে এক ভিডিও বার্তায় নিজের মতামত জানান তামিম, পরে এক সাক্ষাৎকারে মতামত জানিয়েছেন সাকিব আল হাসানও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও একই ইস্যু নিয়ে কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি।

স্বাআলো/এসএস