যশোরে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোরে চার বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে শহরের আরএন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শাহিন ফকির (২৯) শহরের শেখহাটি কালিতলা আব্দুলাহর বাসার ভাড়াটিয়া ও গোলাম রব্বানী (৩৬) বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

যশোরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শুক্রবার (১০ নভেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিঙ্গপ্তিতে জানায়, যশোর শহরের আরএন রোড এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার সময় অভিযান চালিয়ে চার বোতল বিদেশি মদসহ গোলাম রব্বানী ও শাহিন ফকিরকে আটক করা হয়। জব্দকৃত মদের মূল্য ২০ হাজার টাকা।

এসআই রইচ আহমেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

স্বাআলো/এস