খুলনায় জুট মিলের গোডাউনে আগুন

আগুন ফাইল ছবি

খুলনার জুট মিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। আরো বেশ কিছু ইউনিট রওনা হয়েছে। এই মুহুর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

স্বাআলো/এস