বাগেরহাটে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

ফাইল ছবি

বাগেরহাটে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন মাছের আড়তের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফকিরহাট উপজেলার বট্টখামার এলাকার সাত্তারের ছেলে মোটরসাইকেল চালক রাজ্জাক (৩৩) এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড়গ্রামের মজিবর রহমানের ছেলে আরোহী হারুন-অর-রশীদ (৩৫)।

বাগেরহাটে মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার, মোটরসাইকেল জব্দ এবং আলামত সংগ্রহ করেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাইভেটকারের চালক ও যাত্রীরা পলাতক রয়েছেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, মোটরসাইকেল এবং দুর্ঘটনার আলামত সংগ্রহ করেছেন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি হস্তান্তর করা হবে। প্রাইভেটকারের চালককে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস