মেহেরপুরে পলিথিন ব্যাগে মিললো ৩৩ হাজার ডলার

মেহেরপুরে কালো পলিথিনের ভেতর থেকে চারটি বান্ডেলে ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ নভেম্বর) সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

মেহেরপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে ইউএস ডলারের একটি বড় চালান পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে  বিওপি কমান্ডার হাবিলদার মোতালেব হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে বুড়িপোতা মাঠে টহল পরিচালনা করেন। সেখানে পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ উদ্ধার করে। তাতে চারটি বান্ডেলে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার পাওয়া যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস