বিশ্বকাপে বাজে পারফরম্যান্স: পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

বিশ্বকাপে বাজে পারফরম্যানসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) তাদের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন খন্দকার হাসান শাহরিয়ার নামে হাইকোর্টেের এক আইনজীবী।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ব্যর্থ মিশন শেষে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগের তিন বিশ্বকাপে তিনটি করে জয় পেলেও এবার মাত্র দুটি ম্যাচে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

সবশেষ আইসিসি ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থাকায় অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছিলো বাংলাদেশ দল। তবে যে আশার ফানুস নিয়ে ভারতে গিয়েছিলো টাইগাররা, ব্যাটে-বলে ধারাবাহিক ব্যর্থতায় আগেই বিদায় নিয়েছে।

স্বাআলো/এস