বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে বাগেরহাট পৌরসভাধীন ভিআইপি রাস্তার মোড় এলাকায় কথিত পণ্যবাহী কাভার্ডভ্যান তল্লাশি করে রবিবার (১২ নভেম্বর) পাঁচটি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ সময় অবৈধ মাদক দ্রব্য পরিবহন করায় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
বাগেরহাটে পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার
আটককৃতরা হলো, বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মিজান হাওলাদার (২৫), পালপাড়া গ্রামের খালিদ হোসেন লিপু (২৫) এবং কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরদারপাড়া গ্রামের কবির হোসেন (২৩)।
বাগেরহাট ডিবির ওসি সুরেশ চন্দ্র হালদার বলেন, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে এসেছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যানটি চ্যালেঞ্জ করি। কাভার্ডভ্যান তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। কাভার্ডভ্যানটি ৫০ হাজার টাকায় ভাড়া করেছিলো বলে জানায় আটক মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের আগে আদালতে সোপর্দ করা হয়।
স্বাআলো/এস