জানুয়ারির শেষ সপ্তাহে মেডিকেলের ভর্তি পরীক্ষা

আগামী বছরের জানুয়ারি মাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত স্টেক হোল্ডারদের সভায় এসব আলোচনা হয়।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞার দফতরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রাথমিকভাবে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা।

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো ২০২২ সালের ১ এপ্রিল। এর চারদিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিলো ৫৫ দশমিক ১৩ শতাংশ।

স্বাআলো/এস