অবরোধ: দুইদিনে ১৪ যানবাহনে আগুন

বিএনপি-জামায়াতের অবরোধে দুইদিনে ১৪ যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে।

রবিবার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যানবাহনে আগুন দেয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সন্ধ্যা হতেই যাত্রীবাহী বাসে আগুন

সোমবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম বলেন, দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুরে তিনটি, বরিশাল বিভাগে বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি ও রংপুর বিভাগের দিনাজপুরে একটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

স্বাআলো/এস