যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ধরা

লাল শার্ট পরা যুবক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ নভেম্বর) তাকে উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আব্দুল্লাহপুর থেকে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

স্বাআলো/এসএ