গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো খুলনা বিভাগের ৫ জেলা

খুলনা বিভাগের পাঁচ জেলাসহ ১১টি জেলা ও ৬০টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ১ম ধাপে নতুন এই জেলা-উপজেলাগুলোকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এতে সারাদেশে মোট ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো।

বুধবার (১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৯ হাজার ৯৯৫টি অবকাঠামোর উদ্বোধন ও ৪৬টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। এ সময় গণভবনের সঙ্গে ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলো।

এদিন সারাদেশে ৫ হাজার ৩৯৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। এতে ১১টি জেলা ও ৬০টি উপজেলা ভূমিহীনমুক্ত হয়েছে। নতুন এই জেলা-উপজেলা গৃহহীনমুক্ত হওয়ায় সারাদেশে মোট ৩২টি জেলা ও ৩৯৪ টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হয়েছে।

মুজিববর্ষের অঙ্গীকারে শতভাগ ভূমিহীন-গৃহহীন ৩২টি জেলাগুলো হলো, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনো মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না। কোনো মানুষ অবহেলিত থাকবে না। সকলকেই মানসম্মত জীবনযাপন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষায়-দীক্ষায় আমাদের ছেলেমেয়েরা সকলেই আরো উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য।

গণভবন প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রকল্পগুলোর উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

গণভবন প্রান্তে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ