বাগেরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীসহ আটক ৬

বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে বিএনপি দলীয় পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয় তাদের।

রবিবার রাতে ও সোমবার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

আটক আসামিরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের আসাদুজ্জামান লিটু (২৫), পেড়িখালী গ্রামের তন্ময় মল্লিক (২৮), ধলদাহ গ্রামের ইমরান খান (২৬), হোগলডাঙ্গা গ্রামের মারূফ পাটোয়ারী (১৯) ও একই গ্রামের ওমর ফারুক জনি (১৯)। এ ছাড়া উপজেলার আদাঘাট শিমুল শেখকে (৩০) একটি মামলায় ওয়ারেন্টেড থাকায় গ্রেফতার করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপাল থানায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে আইনের আওতায় আনা হবে। মানুষের জানমাল রক্ষায় কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস