শিশুশিল্পী লুবাবাকে নিয়ে কটাক্ষকারী আটক, চলছে জিজ্ঞাসাবাদ

শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলো তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ কথা জানান ডিবিপ্রধান হারুন।

তিনি বলেন, শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিলো আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ এবং ভিডিও পোস্ট করা হয়েছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিলো তাকে আমরা নিয়ে এসেছি এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বাআলো/এসএ