ভারতের ৬ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

বিশ্বকাপের ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন।

সেই একাদশের ছয়জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের।

এরই মধ্যে নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন। সেই একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড।

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠ বার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

উইজডেনের বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

স্বাআলো/এস