spot_img

ইফতারি কিনতে গিয়ে নছিমনের ধাক্কায় একই গ্রামের ৩ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত নছিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (২২ মার্চ) গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আশরাফুল ইসলাম।

মাগুরায় ঈদের মার্কেটে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী ও ছেলে

এছাড়াও বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামের আরো দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার হতাহতদের গ্রামের মসজিদে ইফতার পার্টি ছিলো। ইফতার সামগ্রী কিনতে ওই পাঁচজন নাকাইহাটে বাজার করতে যান। পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাড়ি থেকে অটোরিকশায় করে নাকাইহাট যাচ্ছিলেন। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে মাটির পাতিলবোঝাই একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও নছিমন খাদে পড়ে পাঁচজন আহত হন।

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

পুলিশ আরো জানায়, আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান। অটোরিকশাচালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে মধ্যরাতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ।

তিনি বলেন, হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বিজিবির কঠোর নিরাপত্তায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু

ঢাকা অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম,...

কোটা আন্দোলন ঘিরে হতাহতদের জন্য সরকারের পক্ষ থেকে দোয়া

ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতায় নিহতদের...

দুই সমন্বয়কের সঙ্গে সরকার পতনের আলোচনা হয় ভিপি নুরের!

ঢাকা অফিস: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

পুলিশের কারণে দেশকে অকার্যকর করতে ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত: ডিবি হারুন

ঢাকা অফিস: বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে এবং...