spot_img

ঘূর্ণিঝড় রেমাল: খুলনায় ফসলের ক্ষতি ৪৩ কোটি

খুলনা ব্যুরো: ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর দিন যতো যাচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র ততই ফুটে উঠছে। এই ঝড়ের তাণ্ডবে খুলনার উপকূলের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল সংখ্যক ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের। নষ্ট হয়েছে ফসলের মাঠ। সর্বশান্ত হয়েছে ১৩ হাজার ৭৯৬ জন কৃষক। ক্ষতি হয়েছে ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকার ফসলের।

বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে খুলনার উপকূলীয় অঞ্চলের ১৩ হাজার ৭৯৬ জন কৃষকের ১৭ হাজার ৭৯৬ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। যারমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৬৮ দশমিক ৪০ হেক্টর জমির ১৫ হাজার ৩৭৮ দশমিক ২০ মেট্রিকটন ফসল। যার মূল্য ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকা।

এরমধ্যে ৭৭ জন কৃষকের আউশ ধানের বীজতলার ৫৪ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়ে ক্ষতি হয়েছে ৭৮ হাজার ৮০০ টাকার, ৩৯ জন কৃষকের এক হাজার ৭৫২ দশমিক ৫০ হেক্টর জমির আউশের আবাদে ক্ষতি হয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার, ১৩৫ জন কৃষকের আক্রান্ত এক হাজার ৪৪৭ হেক্টর জমির পাটে ক্ষতি হয়েছে ২৪ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, পাঁচ হাজার ৮৪৪ জন কৃষকের আক্রান্ত পাঁচ হাজার ৭৫৫ হেক্টর জমির সবজিতে ক্ষতি ২৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, ৩৫ জন কৃষকের আক্রান্ত ২১ হেক্টর জমির টমেটোর ক্ষতি ১২ লাখ টাকা, ৭৯১ জন কৃষকের আক্রান্ত ৪৮৫ হেক্টর জমির তিলে ক্ষতি ৫৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, ৪৫১ জন জন কৃষকের আক্রান্ত ২৭০ হেক্টর জমির মুগ ডালে ক্ষতি ২২ লাখ ৩৬ হাজার ৬৪০ টাকা, ২৮৫ জন কৃষকের আক্রান্ত ১৭৫ হেক্টর জমির মরিচে ক্ষতি ৮৫ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা, তবে ৩৩ হেক্টর জমির আদা, ২০৩ হেক্টর জমির হলুদ, ১১৮ হেক্টর জমির তরমুজ, ৭২ হেক্টরের আখ, তিন হাজার ৭৫০ হেক্টর জমির বোনা আমন ও ৩০ হেক্টর জমির চিনা বাদাম আক্রান্ত হলেও আর্থিক ক্ষতি দেখানো হয়নি।

ঘূর্ণিঝড় রেমাল: যশোরে ৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

এছাড়া দুইজন কৃষকের আক্রান্ত ১ দশমিক ৫০ হেক্টর জমির ভূট্টায় ক্ষতি ৬৩ হাজার ৭৫০ টাকা, তিন হাজার ৮৬৫ জন কৃষকের আক্রান্ত এক হাজার ৭০৫ হেক্টর জমির আম এর ক্ষতি ১০ কোটি ২৭ লাখ পাঁচ হাজার ৬০০ টাকা, ৬০ জন কৃষকের আক্রান্ত ৭৭ হেক্টর জমির লিচুতে ক্ষতি ৪০ লাখ টাকা, ৭৬৭ জন কৃষকের আক্রান্ত ৩১০ হেক্টর জমির পেঁপের ক্ষতি এক কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা, এক হাজার ২৩৯ জন কৃষকের আক্রান্ত ৫৪৫ হেক্টর জমির কলার ক্ষতি দুই কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা, ৮১ জন কৃষকের আক্রান্ত ৮৭৭ হেক্টরের পানের ক্ষতি এক কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা এবং ১২৫ জন কৃষকের আক্রান্ত ১১৫ হেক্টর জমির অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে ৬৩ লাখ টাকার।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

নড়াইলে বিএনপি-জামায়াতের ৪৫ নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় বিএনপি-জামায়াতের ৪৫ নেতাকর্মীর...

খুলনায় ইজিবাইক ও রিকশাসহ চোর চক্রের ২ সদস্য আটক

খুলনা ব্যুরো: খুলনা সদর থানা পুলিশের অভিযানে চোরাই চারটি...

সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে...

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় মাদরাসাছাত্র রুবেল হত্যা মামলায় একজনের...