আবারো বেড়েছে আলুর দাম

ঢাকা অফিস: সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আলুর দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়। সপ্তাহখানেক আগেও যা ছিলো ৩৫ টাকা।

তবে, উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিলো ১০০ থেকে ১১০ টাকা।

বিক্রেতারা বলছেন, মুদি বাজারে আলু ব্যতীত অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এসময় তারা শঙ্কা প্রকাশ করেন, আলুর দাম আরো বাড়তে পারে।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা ও কুমড়া ৩০ টাকা ফাইল বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, চাষের পাঙাশ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, চাষের শিং ৪৮০ থেকে ৫০০ টাকা, রুই মানভেদে ২৪০-৪০০ টাকা, চাষের কই ২৫০ টাকা, পাবদা মানভেদে ৪০০-৪৫০ টাকা, চিংড়ি ৮০০-১০০০ টাকা, কাতলা ৫০০-৬০০ টাকা, নলা ২০০ টাকা, টাটকিনি ২০০ টাকা ও সরপুঁটি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

মাংসের বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। সোনালি ৩০০-৩৫০ টাকা। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি।

রাজধানীর নিউ মার্কেটের মুদি দোকানদার আব্দুর রশিদ বলেন, সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমেছে। তবে, আলুর দাম বাড়তির দিকে। এ সময় তিনি শঙ্কা প্রকাশ করেন, দাম আরো বাড়াতে পারে।

ধানমন্ডির সালেক গার্ডেনে বাজার করতে আসা শাখাওয়াত হোসেন বলেন, আলুর দাম বাড়তির দিকে। এছাড়া, সবজি ও মাছের দাম আগের মতোই আছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুক্তিমূল্যের চেয়ে ১৬১৯ গুণ দামে পণ্য আমদানি

ঢাকা অফিস: বৈদ্যুতিক লাইন স্থাপন এবং টাওয়ার নির্মাণের জন্য...

৩ দিনের আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদফতর

ঢাকা অফিস: আগামী তিন দিনে দেশের সব বিভাগে বৃষ্টির...

উপজেলা নির্বাচন নিয়ম রক্ষার ভোট না: সিইসি

ঢাকা অফিস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল...

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

ঢাকা অফিস: দুই দিনের সফরে মঙ্গলবার (৭ মে) ঢাকায়...