কোনো কারণ ছাড়াই ৬৫০ টাকার বাসের টিকিট ৯০০ টাকা

ঢাকা অফিস: রাজধানীর জিগাতলার বাসিন্দা মারুফ হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহ। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি ঢাকা ছাড়বেন ৮ এপ্রিল রাতে। গতকাল শুক্রবার দুপুরে বাসের টিকিটের খোঁজে তিনি যান সায়েদাবাদে।

প্রথমে গোল্ডেন লাইনের কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে মারুফ জানতে পারেন, তারা এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি। আগামী সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে টিকিটের নিয়মিত দামের চেয়ে ২৫০ টাকা বেশি দিতে হবে।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, ‘কোনো কারণ নাই।

ঈদ: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মানুষ টাকা নিয়ে টিকিটের জন্য দাঁড়ায়া থাকে, আর আপনে জিগান, কেনো বেশি দিতে হবে? দুই দিন পরে তো টিকিটই পাবেন না।’
পরে অবশ্য পূর্বাশা পরিবহনের বাসের টিকিট নিয়েছেন মারুফ। এখানে ৬৫০ টাকার টিকিটের জন্য তাঁকে ৮০০ টাকা দিতে হয়েছে। তাতেও তিনি খুশি।

তিনি বলছিলেন, ‘কপাল গুণে সহজে টিকিট পেয়েছি। গতবার টিকিটের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’ মারুফ হোসেন বলেন, ‘প্রতিবছরই বেশি টাকা দিয়ে টিকিট নিতে হয়। কয়েক দিন পর এই টিকিটই ৩০০-৪০০ টাকা বেশি দিয়ে নিতে হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন বাস কম্পানি।

ঈদ উপলক্ষ্যে রবিবার থেকে দুই শিফটে বিক্রি করা হবে ট্রেনের অগ্রিম টিকিট

এবার সবচেয়ে বেশি চাহিদা ৪ ও ৮ এপ্রিলের টিকিটের। এরই মধ্যে এই দুই দিনের টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন বাস কম্পানি। সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া বাসের বেশির ভাগ এখনো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি।

গাবতলীর দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, বাসের অগ্রিম টিকিট গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে দেয়া হচ্ছে। এ ছাড়া কাউন্টারের ঝামেলা এড়াতে কিছু বাস কম্পানি শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। শ্যামলী এন আর ট্রাভেলস এবং এস আর পরিবহনসহ আরো অনেকেই কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রি করছে। হানিফ এন্টারপ্রাইজ তাদের সব টিকিট এবার অনলাইনে বিক্রি করছে।

শ্যামলী এন আর ট্রাভেলসের সিনিয়র ম্যানেজার জানান, ঈদে তাঁদের ৩১টি নন এসি এবং ১৮টি এসি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচল করবে। এর মধ্যে চার দিনের প্রায় ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি তারিখের টিকিট বিক্রি হয়েছে ১০ শতাংশর মতো।

তবে অগ্রিম টিকিট কাউন্টারে টিকিট কাটা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ করা যায়নি। আগতদের বেশির ভাগেরই চাহিদা ৪, ৫, ৮ ও ৯ এপ্রিলের টিকিটের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। সাপ্তাহিক ছুটি এবং পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার পাঁচ-ছয় দিনের ছুটি মিলতে পারে ঈদে।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি,পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)...

প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন আজ

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে...

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের...

৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

ঢাকা অফিস: গ্রাম আদালতের জরিমানার সীমা ৭৫ হাজার টাকা...