জেলা প্রতিনিধি, বাগেরহাট : ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন বনকে ভালোবাসুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে পালন করা হয়েছে সুন্দরবন দিবস।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় করণিীয় বিষয় নিয়ে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও পূর্ব-সুন্দরবন বিভাগের ডিএফও মাহমুদুল হাসান। প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শওকাত আলী বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি অ্যাড. মোজাফ্ফর হোসেন, শেখ আহসানুর করিম সহ সম্পাদক শেখ আজমল হোসেন ও বেসরকারী উন্নয়ন সংস্থার রিজিয়া পারভিন প্রমুখ।
স্বাআলো/এইসএম