নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার পোস্তগোলায় বাস-সিএজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ-চীন মৈত্র সেতুর উপরই এই দুর্ঘটনা ঘটে বলে শ্যামপুর থানার পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই সিএনজি অটোরিকশাটির আরোহী। তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
তিনি বলেন, “ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়।”
আরো পড়ুন>>> ঝালকাঠিতে চুরি হওয়া স্বর্ণালংকার ঢাকায় উদ্ধার
লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বাআলো/এএম