হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

শনিবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি।

এর আগে, আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে ছয় হারে মনোবল চূর্ণবিচূর্ণ হয়েছে সফরকারীদের।

নবীন এই দলের বিপক্ষে এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোটাই বড় চ্যালেঞ্জ শান্ত-সাকিবদের। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম টাইগার্স।

পরপর দুই ম্যাচে হারের পেছনে ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে দুষছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ভাষ্য, ‘আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে ও ভালো খেলতে পারিনি। আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয়, আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।

এদিকে সিরিজ নিজেদের করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র।

তৃতীয় টি-টোয়েন্টির আগে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ভাষ্য, বাংলাদেশকে দুই ম্যাচ হারিয়েছি আমরা। এখানে থামতে চাই না। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করতে চাই। বিশ্বকাপের আগে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

সুপার এইটের ৭ দল চূড়ান্ত ঘোষণা, অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে ঝুলে ছিলো দুই দলের ভাগ্য।...

মালয়েশিয়ায় স্বর্ণ জিতেছেন আল আমিন

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ...

সুপার এইটে যে সুবিধা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খুব কাছে...

সুপার এইট: নেপালের বিদায়ে যেমন হলো বাংলাদেশের সমীকরণ

স্পোটস ডেস্ক: এক রানের হারে স্বপ্ন ভেঙেছে নেপালের। দক্ষিণ...