সাত উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

স্পোর্টস ডেস্ক: মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই সাকিব আল হাসান ও লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু টেনে নিতে থাকেন দলীয় সংগ্রহকে। তবে বেশিদূর যেতে পারেননি তারা।

১৪৮ রানের মাথায় লাহিরু কুমারার বলে দ্বিতীয় স্লিপে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দীপু। তাতে ১৪৮ রানেই সাত উইকেট হারিয়ে দারুণ বিপাকে পড়ে বাংলাদেশ।

মুমিনুলের সঙ্গে এসে যোগ দিয়েছেন নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

এক ওভারেই সাকিব-লিটনের বিদায়, বিপাকে বাংলাদেশ:
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই জোড়া উইকেট হারালো বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। আসিথা ফার্নান্দোর করা ৪৪তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ২৩ বলে এক চারে ১৫ রান আসে তার ব্যাট থেকে।

এরপর পঞ্চম বলে আউট হন চার মেরে রানের খাতা খোলা লিটন কুমার দাস। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে কুসল মেন্ডিসের গ্লাভসবন্দি হয়। তিন বলে এক চারে চার রান করে ফেরেন লিটন। তাতে ৪৫ ওভার শেষে ১৩০ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ:

তৃতীয়দিনের শুরুটা ভালোই করেছিলেন তাইজুল ইসলাম ও জাকির হাসান। তারা দুজন ৯৬ রান পর্যন্ত নিয়ে যান দলীয় সংগ্রহকে। এরপর দ্রুত তিনটি উইকেট হারায় স্বাগতিক শিবির। ৯৬ রানের মাথায় ফিফটি করে ফিরেন জাকির। এরপর ১০১ রানের মাথায় অধৈর্য্য হয়ে ফিরেন নাজমুল হোসেন শান্ত। আর ১০৫ রানের মাথায় নাইটওয়াচম্যান তাইজুল বিশ্ব ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন। সেখান থেকে মুমিনুল হক ও সাকিব আল হাসান ১০ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান। সাকিব ছয় ও মুমিনুল দুই রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১১৫। শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে ৪১৬ রানে।

লড়াই করে ফিরলেন নাইটওয়াচম্যান তাইজুল:

দ্বিতীয়দিন বিকেলে মাহমুদুল হাসান জয় আউট হয়ার পর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন তাইজুল ইসলাম। এরপর ৬১ বল খেলে এক চারে ২২ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হন। মুমিনুল হকের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১৩/৪।

অধৈর্য্য হয়ে শান্তর বিদায়:

জাকির হাসান ফিফটি করে ফেরার পর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরুতেই তার ধৈর্য্যচ্যুতি ঘটে। এলোমেলো ব্যাট চালাতে থাকেন। বল মারার জন্য উশখুশ করতে থাকেন। প্রবথ জয়সুরিয়ার ওভারের শুরু থেকেই কেমন যেনো এলোমেলো ব্যাটিং করছিলেন। তরা করা ৩৬তম ওভারের চতুর্থ বলে শট মিডউইকেটে দিমুথ করুণারত্নের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ১১ বল খেলে এক রান করেই অধৈর্য্য হয়ে ওঠা শান্ত।

ফিফটির পরই ফিরলেন জাকির:

দেশে-শুনে বেশ সতর্কতার সাথে ব্যাট করছিলেন জাকির হাসান। তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। কিন্তু ফিফটির পর সাজঘরে ফিরেন তিনি। দলীয় ৯৬ রানের মাথায় বিশ্ব ফার্নান্দোর বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান জাকির। ১০৪ বল খেলে আট চারে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্ত। ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৯৯ রান।

জাকিরের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ:

ফিফটি তুলে নিয়েছেন জাকির হাসান। ৯৮ বল খেলে আটটি চারে তিনি অর্ধশত রানে পৌঁছান। এটা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এর আগে ভারত, আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে করেছিলেন টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি। আজ দ্বিতীয়টির দেখা পান কিনা দেখার বিষয়।

জাকির হাসানের ফিফটিতে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ১০০ রানের দিকে। ৩২ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। জাকির ৫৪ ও তাইজুল ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

তৃতীয় দিনের খেলা শুরু:

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাব দিতে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান তুলে দ্বিতীয়দিন শেষ করেছিলোবাংলাদেশ। জাকির হাসান পাঁজ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন। তার সাথে ৯ বল খেলে শূন্যরানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম। তারা দুইজন আজ সোমবার সকালে আবার ব্যাট করতে নেমেছেন।

বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এখনো পিছিয়ে আছে ৪৭৬ রানে। এই ব্যবধান ঘোচানোর পথে আজ তৃতীয়দিনে কতোদূর যেতে পারে দেখার বিষয়।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে...

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুন থেকে ক্যারিবিয়ান অঞ্চল ও...

বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা দেখা যাবে ২০০ টাকায়

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি...

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএলে ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য...