সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিরিজ হারের পর ধবলধোলাইয়ের মুখে যেন বলে-ব্যাটে ছন্দ খুঁজে পেলো বাংলাদেশ। প্রথম ম্যাচে এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খোয়ায় বাংলাদেশ। শেষে এসে কম রানে আটকে রাখার পর দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শনিবার (২৫ মে) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া বোলিংয়ে মাত্র ১০৪ রানে থামে স্বাগতিক শিবির। তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। কর্তৃত্ব দেখিয়ে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হারের অস্বস্তি থেকে যাবে ঠিকই। তবে ধবলধোলাই থেকে বেঁচে কিছুটা মান রাখল নাজমুল হোসেন শান্তর দল।

জাকের আলী অনিকের পরিবর্তে লিটন দাশ ফিরলেও তাকে ওপেনিংয়ে পাঠায়নি ম্যানেজমেন্ট। তানজীদ হাসান তামিমের সঙ্গী হন সৌম্য সরকার। দুইজনে শুরু থেকে খেলতে থাকেন আক্রমণাত্মক। পাওয়ার প্লে’তে আসে ৪৮ রান। যা চলমান সিরিজে সর্বোচ্চ।

নিজের দ্বিতীয় সিরিজে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন তানজীদ। ৩৯ বলে দেখা পান ফিফটির।। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও তিনটি ছয়ে।

অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করে গেছেন সৌম্য। তিনি ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছয়ের মার ছিল। দুইজনের জুটিতে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে চতুর্থ-বারের মতো শতরান করে বাংলাদেশ।

উইকেট বিবেচনায় টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে বড় জয় এসেছে ৯ উইকেটে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ও ১৫.৫ ওভারে ৯ উইকেটে জয়ের কীর্তি গড়ে। এবার সেটিকে টপকে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় যুক্তরাষ্ট্রের। দুই ওপেনার শায়ান জাহাঙ্গির-আন্দ্রেইস গিউজের জুটিতে শুরুতেই ফুলে ফেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ড। পাঁচ ওভার না যেতেই দলটির রান চল্লিশ পেরোয়। সাকিব আল হাসানকে মারতে গিউজের আউটে ভাঙে জুটি। এরপর নাটাই চলে আসে বাংলাদেশের হাতে।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে পড়তে থাকে উইকেট, কমতে থাকে রানের গতি। মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া বোলিংয়ের সামনে কোনোমতে একশ পার করে স্বাগতিক শিবির। মোস্তাফিজ মাত্র ১০ রান দিয়ে নেন ছয় উইকেট। বাংলাদেশের আর কোনো বোলার টি-টোয়েন্টিতে এমন কীর্তি গড়তে পারেননি।

১৫ বলে সর্বোচ্চ ২৭ রান করেন গিউজ। তাকে আউট করে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর কোনো ব্যাটার বিশের বেশি রান করতে পারেননি।

১৮ রান করে আসে শায়ান জাহাঙ্গির-কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। এ ছাড়া ১২ রান করেন শ্যাডলি। বোলিংয়ে সব আলো কেড়ে নেন মোস্তাফিজ একাই। একটি করে উইকেট নেন সাকিব, তানজীম হাসান ও রিশাদ হোসেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

সুপার এইটের ৭ দল চূড়ান্ত ঘোষণা, অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে ঝুলে ছিলো দুই দলের ভাগ্য।...

মালয়েশিয়ায় স্বর্ণ জিতেছেন আল আমিন

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ...

সুপার এইটে যে সুবিধা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খুব কাছে...

সুপার এইট: নেপালের বিদায়ে যেমন হলো বাংলাদেশের সমীকরণ

স্পোটস ডেস্ক: এক রানের হারে স্বপ্ন ভেঙেছে নেপালের। দক্ষিণ...