যশোরে একদিনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পক্ষে লক্ষাধিক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: যশোর শহর ও শহরতলীতে একদিনে লক্ষাধিক লিফলেট বিতরণ করেছেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল ও তার কর্মীরা। বুধবার (৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ করেন তারা। শতাধিক টিমে ভাগ হয়ে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ড ও কয়েকটি ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়।

শহরের দড়াটানায় আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন।

সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো: চেয়ারম্যান প্রার্থী বিপুল

এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, ছাত্রলীগ নেতা ওসমানুজ্জামান সাকিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

দড়াটানা থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। তারপর এইচএম আলী রোড, বড় বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, চুড়িপট্টি, চৌরাস্তা, চিত্রামোড়, সোনাপট্টিসহ বিভিন্ন পয়েন্টে যান। প্রতিটি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে লিফলেট দেন। এ সময় সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হন আনোয়ার হোসেন বিপুল। আনোয়ার হোসেন বিপুলকে পেয়ে সবাই তার জন্য দোয়া করেন ও ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সমর্থন করেন।

যশোরের নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ

এছাড়াও শহরের ৯টি ওয়ার্ড ও শহরতলীর বিভিন্ন মোড়ে মোড়ে আনোয়ার হোসেন বিপুলের পক্ষ থেকে শতাধিক টিম লক্ষাধিক মানুষের কাছে লিফলেট বিতরণ করে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার...

উপজেলা নির্বাচন: যশোরে মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন...

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম...