বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে: নানক

রংপুর বুর‌্যে: রাজনৈতিক দল হিসেবে বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৩ মে) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি শূন্য করছে-একটি রাজনৈতিক দলের এমন মন্তব্য প্রসঙ্গে নানক বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে।

তিনি বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার। সে কারণে তাদেরকে কিছু না কিছু বলতেই হবে। তাদেরকে কোনো এক বিশ্ব মোড়লের প্রতিনিধিরা যা বলেছিলো তাতে মনে হয়েছিলো ৭ জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা তা বুঝতে পারেনি।

বিএনপিকে ষড়যন্ত্র নির্ভর দল দাবি করে মন্ত্রী বলেন, সেনা আইনে সেনা ছাউনিতে যে রাজনৈতিক দল জন্ম নেয়, তারা কখনো জনগণের ওপর নির্ভরশীল হয় না। তারা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল। তাদের কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দিবে না।

পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোসহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরোপ প্রসঙ্গে নানক বলেন, পাটের ব্যবহার, উৎপাদন ও রফতানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আমরা পাটকল মালিকদের সঙ্গে মতবিনিময় করছি। প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের। পাটের বস্তার উৎপাদনও বাড়াতেও গুরুত্ব দেয়া হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, কোনো মোড়লের চোখ রাঙানোর কাছে মাথা নত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে। ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ ছাড়াও পাট পণ্যের হারানো গৌরবোজ্জ্বল ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি।

এর আগে, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক।

তিনদিনের এ মেলা শেষ হবে ২৫ মে। এতে রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

সেন্টমার্টিন দখল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: কাদের

ঢাকা অফিস: বাংলাদেশ কারো সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি...

বিএনপির পুনর্গঠন, কমিটিতে ব্যাপক রদবদল

ঢাকা অফিস: বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৩৯ নেতার পদে রদবদল...

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: কাদের

ঢাকা অফিস: মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও ক্ষমতাসীন...

এবার সড়কে চাপ আছে, যানজট নেই: ওবায়দুল কাদের

ঢাকা অফিস: এবারের ঈদযাত্রায় বিভিন্ন সড়ক-মহাসড়কে যানজটের চিত্র দেখা...