বিএনপি-জামায়াত সংগ্রামের নামে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে

ঢাকা অফিস: বিএনপি-জামায়াত দেশের অগ্রযাত্রাকে বাধা দেয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশকে পুড়িয়ে দিয়ে দেশ ধ্বংসের রাজনীতি করে। তাঁরা সংগ্রামের নামে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে।’

শনিবার (১৬মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ আয়োজিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই বিএনপি-জামায়াত মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের দেশের মানুষদের হত্যা করেছিলো। তারা জাতির পিতার মহানুভবতাকে দুর্বলতা ভেবে তাঁর সরকারকে উৎখাত করার জন্য জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলো। এই দেশ বিরোধী অপশক্তি এখন একই ধারায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরোধিতা করছে। সরকারের সমালোচনা বা বিরোধিতা থাকতেই পারে।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

তবে সে বিরোধিতা যদি দেশের বিরুদ্ধে, দেশের ১৭ কোটি মানুষের বিপক্ষে হয় অবশ্যই সেটি মেনে নেয়া যায় না।তিনি বলেন, উপমহাদেশের ভেতরে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটি উন্নয়ন, অগ্রগতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী হলেন মানবিকতা ও মানবতার মা। দেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের একমাত্র আস্থাশীল ঠিকানা হলো দেশরত্ন শেখ হাসিনা।

তাঁর নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে দল-মত-নির্বিশেষে সকলকেই কাজ করতে হবে।
জাতির পিতার কথা স্মরণ করে নাছিম বলেন, জাতির পিতার আগমনের মধ্য দিয়ে আমাদের এই পবিত্র মাতৃভূমি সেদিন আলোকিত হয়েছিলো। তাঁর আগমনের মাধ্যমে বাঙালির জাতিসত্তা বিকশিত হওয়ার মাধ্যমে আমাদের স্বপ্ন, আমাদের অগ্রযাত্রার যে পথ তৈরি হয়েছিলো সেখান থেকেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত সন্তান।

তিনি বলেন, জাতির পিতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করলে সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু তা সমাপ্তি করা যাবে না। তাঁর কর্মময় জীবন আমাদের যেমন জানা প্রয়োজন তেমনি তাঁর জীবনধারা, ত্যাগের ইতিহাস, মানুষকে ভালোবাসার ইতিহাস, দেশের মাটির প্রতি তাঁর নজিরবিহীন ভালোবাসার ইতিহাস থেকে আমাদের শিখতে হবে এবং তা উপলব্ধি করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতির পিতা তাঁর সারাটা জীবন দেশের মানুষের জন্য সেক্রিফাইস করে গেছেন। তিনি বারবার কারাগারে গিয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবনকে উৎসর্গ করেছেন। তাঁর লক্ষ্য ও স্বপ্ন ছিল বাঙালির অধিকার, বাঙালির অগ্রযাত্রা ও আত্মপরিচয়। তিনি চেয়েছিলেন বাঙালিকে স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে। সম্মানিত জাতি হিসেবে বিশ্বসভায় পরিচিতি দিতে।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতা তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি জিয়া মুস্তাক গংরা জাতির পিতা ও তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। তাঁরা ভেবেছিল জাতির পিতাকে হত্যা করতে পারলে বাঙালির যে স্বপ্ন সেটিকে নষ্ট করতে পারবে। তাঁরা চেয়েছিলো জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করতে। তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হয়নি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বিএনপি সাংগঠনিকভাবে দিনদিন দুর্বল হচ্ছে: কাদের

ঢাকা অফিস: জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায়...

আ. লীগের সংসদীয় দলের সভা ২ মে

ঢাকা অফিস: আগামী ২ মে আওয়ামী লীগের সংসদীয় দলের...

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে

ঢাকা অফিস: জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা...

বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি: ওবায়দুল কাদের

ঢাকা অফিস: ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে...