যশোরে কৃত্রিম প্রজননকর্মী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাঁকজমকপূর্ণভাবে যশোরে অনুষ্ঠিত হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের বার্ষিক সম্মেলন।

‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার (২০ এপ্রিল) যশোরের খোলাডাঙ্গায় ব্র্যাকের লার্নিং সেন্টারে ১৯২ জন কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনের উদ্দেশ্য কর্মীদের কাজের মূল্যায়ন ও পুরুষ্কৃত করা, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী দিনে আরো অধিক উন্নত সেবা প্রদান, খামারি পর্যায়ে পৌঁছে দেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, ব্র্যাক সুশৃঙ্খলভাবে কৃত্রিম প্রজনন কার্যক্রম করছে। খামারিকে কখন কৃমি ওষুধ, কখন সিমনে প্রয়োগ করতে হবে, সবুজ ঘাষ খাওয়াতে হবে সেসব বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সচেতন করতে প্রধান অতিথি কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, খামারিদের সাথে অসততা না করে তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের উপার্জনের পথ সুযোগ থাকবে।

বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, ব্র্যাক ঢাকার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ডা. শওকত আলী, জোনাল সেলস ম্যানেজার এমএ মান্নান, খুলনা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার আবুল হোসেন খান, ব্র্যাক ঝিনাইদহ জেলা সমন্বয়কারী শিপ্রা বিশ্বাস, যশোর জেলা সমন্বয়কারী আলমাসুর রহমান ও লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ১৯২ জন কর্মী অংশ নেন। ২০২১ ও ২০২২ সালে যেসব কৃত্রিম প্রজনন সেবাকর্মী ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত, কৃষকের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ব্র্যাক ১৯৮৭ সালে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন কার্যক্রম হাতে নেয়। সে সময়ে দেশি জাতের গবাদীপশু কম ছিল, তাই দুধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃত্রিম প্রজনন সেবাকে খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ব্র্যাক প্রাণী সম্পদ অধিদফতর হতে তরল সিমেন নিয়ে এই কার্যক্রম শুরু করে। তরল সিমেনের মাধ্যমে কৃত্রিম প্রজনন সেবা প্রদান করার ফলে দেশি গরুর জাত উন্নয়ন প্রক্রিয়া কিছুটা গতি লাভ করলেও এই তরল সিমেনের সংরক্ষণ ও গুণগত মান রক্ষা করা কঠিন ছিলো। তাই গুণগত মানের কৃত্রিম প্রজনন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে ব্র্যাক নিজস্ব বুল স্টেশনে হিমায়িত সিমেন উৎপাদন শুরু করে। বর্তমানে ব্র্যাকের দুইটি বুল স্টেশনে চার হাজারের অধিক কর্মী দেশের ৬৪ জেলায় নিয়োজিত থেকে প্রতি বছর লাখ লাখ গাভীকে কৃত্রিম প্রজনন সেবা প্রদান করে যাচ্ছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে...

কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার ও...