চৌগাছায় হিংসার আগুনে পুড়লো কৃষকের ৬ গাভী

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় অজ্ঞাত দূর্বৃত্তদের দে=য়া আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের দুইটি গাভী। আরো দুইটি গাভী ও দুইটি বাছুর অগ্নিদগ্ধ হয়ে মরণাপন্ন অবস্থায় রয়েছে। মৃত গাভীর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিলো। গুরতর অগ্নিদগ্ধ গাভী দুইটিও গর্ভবতী। এতে ওই কৃষকের চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদা পশ্চিম পাড়ার কৃষক তাহাজ্জেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, কৃষক তাহাজ্জেলের গোয়ালে আগুনের ঘটনা স্বাভাবিক ছিলো না। তার গোয়াল ঘরের পাশে আগুনের কোনো উৎস নেই। কেউ হিংসাত্বকভাবে এই ক্ষতি করেছে।

চৌগাছায় ট্রাক্টরচাপায় চালক নিহত

একজন প্রতিবেশি জানান, কিছুদিন আগে ওই কৃষকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি যায়। সে সময়ের চোরেরাও এ ঘটনা ঘটাতে পারে।

কৃষক তাহাজ্জেল হোসেন জানান, তারাবি নামাজ পড়ে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে গরুর ডাক চিৎকার ও পাটকাঠি পোড়ার চটপট শব্দে তার স্ত্রী ও তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নেভার পর দেখা যায়, গোয়াল ঘরে থাকা তিনটি গাভী, তিনটি বাছুর ও দুইটি খাশি ছাগলের মধ্যে একটি বকনা বাছুর ও একটি গর্ভবর্তী গাভী পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয় দুইটি গর্ভবতী গাভী ও বাছুরগুলো। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কৃষক তাহাজ্জেল নিজেও আহত হয়েছেন।

চৌগাছায় কৃষকের দেড় বিঘা জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

তিনি জানান, তার তিনটি গাভী গর্ভবতী হলেও প্রতিদিন ৪/৫ কেজি করে দুধ দিচ্ছিলো। দুধ বিক্রির টাকায় সংসার ভালোই চলছিলো। মারা যাওয়া দুইটি গাভীরর মূল্য আনুমানিক দুই লাখ টাকা এবং আহত দুইটি গাভী ও একটি বাছুরের অবস্থা আশঙ্কাজনক। গাভী দুটির শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে।

কৃষক পরিবারের অন্য সদস্যরা জানান, তাদের কারো এমন শত্রুতা নেই। অনেক কষ্টে ছেলে মেয়ে বড় করছেন তাহাজ্জেল। কষ্টের মধ্যে গরুগুলো তার সংসারের দুঃখ ঘুচিয়ে দেয়। ভালো আয় হচ্ছিলো গরুর দুধ বিক্রি করে। এতে কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে তাদের ধারণা। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে কৃষক তাহাজ্জেল হোসেন জানিয়েছেন।

চৌগাছা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম রিংকু বলেন, আমার বাড়ির কিছুটা পাশেই তাহাজ্জেল হোসেনের বাড়ি। গ্রামের একেবারে শেষ প্রান্তে। আমাদের পারিবারিক এবং উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুলের জমি লিজ নিয়ে তিনি মাঠে চাষাবাদ করেন। কারো সাথেই তার দ্বন্দ্ব নেই। রাতে সংবাদ পেয়েই আগুন নিভাতে যাই। দুইটি গরু মারা গেছে আরো তিনটির অবস্থা গুরুতর। গরুগুলো দাড়াতে পারছে না। কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। প্রাণি সম্পদ অফিসের লোকজন এসে ওষুধ দিয়ে গেছে। তবুও হয়তো বাঁচানো যাবে না। তিনি বলেন ওই কৃষকের অনেক ক্ষতি হয়ে গেলো।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। মানুষের সাথে শত্রু। তাই বলে অবলা নিরীহ প্রাণীকে হত্যা করে এ কেমন শত্রুতা!

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মফিজুর

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের কেশবপুর...

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান...

যশোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপুলকে হাইকোর্টে দেয়া জামিন নিম্ন আদালতে বহাল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার...

মণিরামপুরের উপজেলা চেয়ারম্যান হলেন লাভলু

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের মণিরামপুর...