spot_img

কাকিনা-রংপুর সড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: দুইদিনের টানা বৃষ্টিতে লালমনিরহাটের কাকিনা বাজার হতে রংপুর অভিমুখী সড়কের প্রায় আট থেকে ১০টি স্থানে ধসের সৃষ্টি হয়েছে। সড়কের ধসে যাওয়া অংশ শনিবার (১ জুন) বিকেল পর্যন্ত মেরামত না করায় গর্তের পাশ দিয়ে আতঙ্ক ও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে ওই গর্তে রাতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, লালমনিরহাটের কাকিনা বাজার ও রংপুর অঞ্চলের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সড়ক লালমনিরহাট-রংপুর অভিমুখী সড়ক। এটি রংপুর বুড়িরহা থেকে কাকিনা হয়ে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে শেষ হয়েছে। সড়কটি দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থেকে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন আসা-যাওয়া করে প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ। এছাড়া তিন হাজারের বেশি মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে।

দেখা যায়, লালমনিরহাটের কাকিনা বাজার থেকে রংপুর নগরীর বুড়িরহাট পর্যন্ত সড়কটিতে প্রায় ১০ থেকে ১২টি স্থানে বড় বড় ধসের সৃষ্টি হয়েছে।

কথা হয় এসকেএস বাজার এলাকার গালামাল ব্যবসায়ী আমজাদ ভাটিয়ার সাথে তিনি জানান, দুই দিন থাকিয়া বৃষ্টি হবার কারণেই সড়ক অনেক জায়গায় ধসে গেইছে। দিনরাত এই সড়ক দিয়ে যেভাবে পাথর ভর্তি ড্রামগাড়ি চলাচল করে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধসে যাওয়া স্থানে যদি এখনই ঠিক না করে তাহলে আবার বৃষ্টি হলে সড়কের বাকি স্থান গুলোতেও ধসে যাইবে।

রাজশাহী থেকে ড্রাম গাড়ী নিয়ে পাটগ্রামে পাথর নিতে আসা চালক ইসমাঈল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, কালকে রাতেই গাড়ি নিয়ে যাওয়ার সময় সড়কটি ভালো ছিলো এখন আসার পথে দেখতেছি সড়কের অনেক জায়গায় ধসে গেছে। এই সড়কে যেভাবে গাড়ি চলে আজকালের মধ্যে ঠিক না করলে কিন্তু সড়কটিতে বিপদ ঘটতে পারে।

রংপুর নগরীর বুড়িরহাট বাজার থেকে কাকিনা বাজারে সুপাড়ি ক্রয় করতে আসা ব্যবসায়ী মোসলেম উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, বুড়ির হাট থাকি কাকিনা পর্যন্ত যতোগুলা যাগাত ভাঙছে আজ-কালকের মধ্যে যদি ঠিক না করে তাহইলে কিন্তু রাস্তার অবস্থা খারাপ হইবে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, কালকের রাতের টানা বৃষ্টিতে সড়কটির লালমনিরহাটের কাকিনা থেকে বুড়িরহাট পর্যন্ত প্রায় আট থেকে ১০ জায়গায় বড় বড় ধসের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ধসে যাওয়ার স্থানগুলো সংস্কারের জন্য রংপুর এলজিইডি অফিস থেকে লোকজন ঠিক করা হয়েছে। দ্রুতই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

নিহত সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিলো বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত ইংরেজি...

নাশকতার সাথে জড়িত কেউই রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর ব্যুরো: সারাদেশে যে তাণ্ডব চালানো হয়েছে তা থেকে...

পুলিশের সঙ্গে সংঘর্ষ, বেরোবির এক শিক্ষার্থী নিহত

রংপুর ব্যুরো: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনকারী...

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্বার

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পল্লী চতরা এলাকায়...