ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে খুলনাসহ দেশের ৬ জেলা

খুলনা ব্যুরো: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যা সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাংলাদেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এ নির্দেশ দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

তিনি জানান, এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ঘূর্ণিঝড় ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল: মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত

জেলাগুলো হলো: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।

প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে কথা বলে স্থানীয় প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি। উপকূলবর্তী সব জেলাকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও সম্ভাব্য ভূমি অতিক্রম এলাকার ভিত্তিতে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলাসমূহকে অধিকতর প্রস্তুত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

দুর্যোগ তথ্য পাওয়ার জন্য টোল ফ্রি ১০৯০ ব্যবহারের কথা বলা হয় সভায়।

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত

প্রতিমন্ত্রী বলেন, এই ঘূর্ণিঝড়টি মোকাবিলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম প্রেরণ শুরু করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৮ হাজার স্বেচ্ছাসেবক কয়েক দিন যাবৎ মাঠে আগাম সতর্কবার্তা প্রচারসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতের কাজ করছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায়...

মেধাবী শিক্ষার্থী ও চিকিৎসক বন্ধুকে সংবর্ধনা দিলো সারাবাংলা ৮৮

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: সারা বাংলা ৮৮ (এসএসসি ১৯৮৮ ব্যাচ)...

যশোরে গৃহবধূকে মারপিট, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিয়ের ১৭ বছর পরে পাঁচ লাখ...

সাংবাদিক নিপীড়নকারী সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনকে ভোলায় বদলি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক...