spot_img

ঘূর্ণিঝড়ে ভাঙা গাছ কাটতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মৃতের সংখ্যা বাড়লো। পূর্ব বর্ধমানের মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলের।

এতে রেমালের প্রভাবে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে মেমারি থানার কলানবগ্রামের কোঙারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় ফড়ে সিং (৬৪) ও তার ছেলে তরুণ সিংয়ের (৩০)।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেড় কোটি মানুষ বিদ্যুৎহীন

নিহত ফড়ের ভাইয়ের ছেলে বাপন সিং বলেন, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রথমে ফড়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তবে রাস্তাতেই তাদের মৃত্যু হয়। বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা ও ছেলে দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এই পশ্চিমবঙ্গ রাজ্যে রিমালের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হলো চার। রবিবার রাতে ঝড় চলাকালীন কলকাতার এন্টালিতে বাড়ির কার্নিস ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সোমবার সকালে মৌসুনি দ্বীপে এক বৃদ্ধার মাথায় গাছ ভেঙে পড়ে। ঘরে বসেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

কমলাকে সমর্থন দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের...

মরক্কোয় তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর কেন্দ্রীয় শহর বেনি মেল্লালে ২৪ ঘণ্টায়...

বিশ্বজুড়ে মহামারির রূপ নিচ্ছে তাপপ্রবাহ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তাপপ্রবাহ কার্যত মহামারির চেহারা নিয়েছে। বন্যা...

গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা জুড়ে নতুন করে ব্যাপক বিমান...