spot_img

ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন ও খাবার পানীয় বিতরণ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার। এই কারণে আবাদি জমি নিয়েও বিপাকে পড়েছে ঝিনাইদহের কৃষকেরা।

ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের মডার্ণ মোড়ে অবস্থিত ‘শেল্টার সমাজকল্যাণ সংস্থা’ শনিবার (২৭ এপ্রিল) শহরের পাগলাকানাই এলাকায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে তীব্র গরমে ঠাণ্ডা পানি, খাবার স্যালাইনসহ খাবার বিতরণ করে সংস্থাটির প্রতিনিধিরা।

তীব্র তাপদাহের শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পাচ্ছে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ।

ঝিনাইদহে বৃষ্টির আশায় নামাজ আদায়, কেঁদে বুক ভাসালেন মুসল্লিরা

এ ধরনের উদ্যোগ নিয়ে সম্পৃক্ত হতে পারায় খুশি হয়েছেন শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম।

তিনি গণমাধ্যমকে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হত দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটি হতে পারে তার অন্যতম উদাহরণ। করোনা কালীন সময়েও যখন সবাই ঘরে, আমরা অসহায় মানুষের জন্য মাক্স, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাধারণ মানুষের পাশে যাতে করে অসহায় মানুষের ছিলাম। যাতে করে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব হয়। এতে করে আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের শান্তি দিতে পারে।

খাবার পানি বিতরণে শেল্টার সমাজকল্যাণ সংস্থার পক্ষে ডেপুটি ডাইরেক্টর শেখ শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোখসানা খাতুন, ইউনিয়ন কো-অর্ডিনেটর আহমেদ আলী, কাজী ইসরাত আহমেদ ভলেন্টিয়ার গন সহ আরো অন্যন্যারা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার দাদার লাশ দেখে ফেরার পথে...

ঝিনাইদহে দাদার লাশ দেখে ফেরার পথে নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায়...

ডিএনএ টেস্টের আগেই আনারকন্যাকে হত্যার হুমকি

হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে...

ঝিনাইদহে কাঁচা মরিচের কেজি ৪২০ টাকা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪২০...