স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার (এমপি মেনন)

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন,স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জনবল সংকট নিরসনসহ আরো সমৃদ্ধ করতে পারলে স্বাস্থ্যখাত নিয়ে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।

সোমবার (১৮ মার্চ) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের দাবির প্রেক্ষিতে রাশেদ খান মেনন এমপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে একশত শয্যায় উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বস্ত করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নিয়ে আসবেন বলেও বক্তৃতায় উল্লেখ করেন।

সংসদ নির্বাচন: খুলনা-বরিশাল বিভাগে নৌকার টিকিট কারা পাচ্ছেন, জানা যাবে আজ

কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ। গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও শহিদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেনু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,ডা, রোমান,ডা. অনিক নিলয় দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,মাস্টার সিদ্দিকুর রহমান, রাহাদ আহম্মেদ ননী ও সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ফারুক সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক বেপারী,যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তীব্র তাপদাহে বানারীপাড়ায় ইতালি প্রবাসীর পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের...

বিদ্যুৎস্পৃষ্টে মা ও দুই সন্তানের মৃত্যু

বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বরিশালে উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪...

ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার পাশ্ববর্তী উজিরপুর...