একদিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। ঘরের জানালায় পর্দা দিয়ে গরম হাওয়া ঠেকানো যাচ্ছে না। প্রচণ্ড গরমে নিস্তার নেই চুয়াডাঙ্গাবাসীর।

কর্মহীন মানুষের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়ার ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, একদিনের ব্যবধানে আবারো চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ২৯ শতাশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৮ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ২০ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৬৮ শতাংশ।

যশোরে তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের বিটুমিন, অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় টানা ছয়দিন তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে রয়েছে। রবিবার (২১ এপ্রিল) সর্বোচ্চ রেকর্ড করা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ২৯ শতাংশ ,শনিবার (২০ এপ্রিল) তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা, শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রি, বাতাসের আদ্রতা ছিলো ৩৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৭ শতাংশ। সকাল ৯টা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৪৫ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১৯ শতাংশ। বর্তমানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরো বাড়তে পারে বলে তিনি জানান।

অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সবজি ক্ষেত পানি দিয়েও রক্ষা করতে পারছেন ভুক্তভোগী কৃষক।

ডিঙ্গেদহের হাটখোলা গ্রামের কৃষক স্বপন বলেন, ১৫ কাঠা জমিতে করলার আবাদ করেছি। ২/৩ অন্তর অন্তর পানি দিয়েও রক্ষা করতে পাচ্ছি।

তাপমাত্রা কমাতে যেসব পরামর্শ দিলেন হিট অফিসার বুশরা

চুয়াডাঙ্গা উপজেলার দিননাথপুর গ্রামের হারিস মিয়া বলেন, এই তাপদাহে বেশি ক্ষতি হচ্ছে কচু, বান তরমুজ ও মরিচের। ঘনঘন সেচ দিয়েও বাচানো যাবে না মরিচ ও বান তরমুজ।

চলমান তাপদাহে ফসল রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্ষার জন্য আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ প্রদান করার পরামর্শ দেন।

এদিকে গরমজনিত কারনে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। প্রচণ্ড গরমে যেসব অসুস্থতা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া,পেটের পীড়া, ঠাণ্ড, জ্বর-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানি শূন্যতা ও হিট স্ট্রোক।

খুলনা বিভাগে যে কারণে তীব্র তাপপ্রবাহ

হাসাপাতাল সূত্রে জানা যায়, রবিবার পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ৩৭৬ জন রোগী ভর্তি আছে। জেলার দর্শনা থেকে আসা চিকিৎসা নিচ্ছে ২৯ দিন বয়সের মুরসালিন।

তার বাবা মাসুদ রানা বলেন, গরমের কারনে আমার সন্তানের বমি হচ্ছে। চারদিন আগে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছি।

একই কথা বলেন চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় গ্রামের ১৯ দিন বয়সী আরিয়ান ইসলামের বাবা জনি ইসলাম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: উম্মে ফারহানা বলেন ,আমাদের ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতাল হলেও জনবল আছে ৫০ শয্যার। এখানে সাধারনত ৩০০ এর মতো রোগী সব সময় থাকে, তবে অতিরিক্ত গরমের কারনে কয়েক দিনের ব্যবধানে রোগী বেড়ে গেছে। বিশেষ করে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আমাদের হাসপাতালে যে পরিমান জনবল আছে, সেটা দিয়েই রোগীর সেবা দিয়ে যাচ্ছি। আমাদের জনবল যদি আরো বাড়ানো যেতো তাহলে সুবিধা হতো।

তিনি আরো জানান, আমাদের স্যালাইন ও ওষুধের যে পরিমান সাপ্লাই আছে তাতে এখনো সমস্যা হয়নি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সুন্দরবনে আগুন

আজাদুল হক, বাগেরহাট: জেলার পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট...

বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে এবার...

বাগেরহাটে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

আজাদুল হক,বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়ীয়া এলাকায় বসতবাড়ির...

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...