ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবীতে চুয়াডাঙ্গায় চালকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবীতে চুয়াডাঙ্গায় পেশাদার চালকরা মানববন্ধন করেছেন।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা একাডেমী স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে চুয়াডাঙ্গা জেলার পেশাদার চালকরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে চালকরা দাবী করেন, জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায়, দক্ষ চালকরা লাইসেন্সবিহীন চালকে পরিণত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবীণ ও দক্ষ চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিলো না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে। এই জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা আরো দাবী করেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজে চালকরা লাইসেন্স নবায়ন করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হচ্ছে। এতে সময় বেশী লাগছে, ভোগান্তিও বেড়েছে। চালকদের নবায়ন আবেদন বছরের পর বছর পড়ে রয়েছে। বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দফতর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভুক্তভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্মার্টকার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্টকার্ডধারীদের নবায়ন থমকে আছে। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ের অনুমোদন আছে। তারা ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর দুইবছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সমাধান না হয়ায় চালকরা তাদের পরিবার
পরিজন নিয়ে বিপাকে পড়েছে।

তারা যানবাহন নিয়ে পথে বেরুলেই মামলার শিকার হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স নবায়ন জটিলতার কারণে দেশে প্রায় ২০ লাখ চালক তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম.জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক রিপন মোল্লা, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর ও কাভার্ড ভ্যান এবং ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় টানা দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার...

বাগেরহাটে গভীর রাতে যুবকের আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার চাড়াখালী এলাকায় রহমান...

যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় বিষধর সাপের কামড়ে ববিতা খাতুন...

তীব্র তাপদাহে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান এমপি নাবিল

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপদাহে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল...