যশোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা প্রশাসন, শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) এ আয়োজন করা হয়।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে টাউনহল মাঠে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দ্দার।

জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, মুজিব বাহিনীর যশোর অঞ্চলের প্রধান বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, উপ-প্রধান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, বীরমুক্তিযোদ্ধা মুজহারুল ইসলাম মন্টু ও বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দুদুল।

যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহীন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচিব প্রফেসর আব্দুর রহিম, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিচালক (হিঃ ও নিঃ) এসএম রফিকুল ইসলাম, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।

যশোর সরকারি এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা।

যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক রাম প্রসাদ মন্ডল।

যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবীব ও অনুষ্ঠানের আহবায়ক মাহাবুবা আখতার ছন্দা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক টিপু সুলতান।

যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ও অনুষ্ঠানের আহবায়ক শাহিনা আক্তার।

যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (প্রভাতি) সেলিমা খাতুন, সহকারি প্রধান শিক্ষা (দিবা) সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও জামাল উদ্দিন।

যশোরের ঝিকরগাছা উপজেলার ধানপোতা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়ায় মাঠের কাটা ধান আনতে...

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী ৩ চেয়ারম্যান প্রার্থী একই গ্রামের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের...

যশোর কালেক্টরেট মার্কেটে চেয়ারম্যান প্রার্থী বিপুলের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কালেক্টরেট মার্কেটে পোশাক ব্যবসায়ী, ক্রেতা...

সাতক্ষীরায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন নামে...