spot_img

চৌগাছায় তীব্র গরমে ছাতা, জুস ও পানি নিয়ে শ্রমিক ও ভ্যান চালকদের পাশে ছাত্রলীগ নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় তীব্র গরমে ভ্যান চালক, পথচারী ও শিশুদের জন্য উন্নত মানের স্যালাইন জুস, পানি ও ছাতা পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এইচএম ফিরোজ।

বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। তাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই তীব্র গরমে ভ্যান চালক, ও শ্রমিকদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এদিকে কাজ না করলে খাবারও জুটবে না। তাই পেটের দায়ে গরম উপেক্ষা করে কাজে বেরিয়েছেন তারা।

চলতি মাসের ২৯ এপ্রিল দুপুরে প্রচণ্ড রোদে চৌগাছা পৌর এলাকায় ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছিলেন চালকরা। এ সময় তাদের মুখে হাসি ফোটাতে জুস, পানি ও উন্নত মানে স্যালাইনসহ ছাতা হাতে সেখানে হাজির হন ছাত্রলীগের নেতৃবৃন্দ। তপ্তদুপুরে অনাকাঙ্ক্ষিত এমন উপহার পেয়ে খুশি পথচারী ও ভ্যান চালক।

রেকর্ড ভেঙে যশোরের তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস

চৌগাছা পৌর এলাকার ভ্যান চালক আব্দুল গনি বলেন, সকাল থেকে প্রচুর গরম। পেটের দায়ে ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছি অন্যদিকে সূর্যের গরম আমাদের অনেক কষ্ট হচ্ছিলো। হঠাৎ করে ফিরোজরা এসে আমাদের পানি, জুস ও স্যালাইন একটি করে ছাতা দিলো। সাথে সাথেই খেলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো এখন ছাতা পেয়ে রোধটা কম লাগছে।

শহিদ নামে আরেক পথচারী বলেন, কাজ না করলে খামবো কী? তাই বাহিরে বের হয়েছি। তবে ছাত্রলীগের ভাই আমাদের মাঝে যে এমন উপহার দেবে তা স্বপ্নেও ভাবি নাই। গরমে ছাতা স্যালাইন, পানি, জুস খেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ছাত্রলীগের ফিরোজ ভাইকে।

এমন মহতি সেবা নিয়ে ছাত্রলীগ নেতা ফিরোজের সাথে কথা হলে তিনি জানান, অন্যান্য পরিশ্রমের মধ্যে ভ্যান চালোনো কঠিন পরিশ্রম। ভরদুপুরে তাপমাত্রা যখন প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস, তখন পৌর শহরের ভিতর দাঁড়ানো প্রায় অসম্ভব এক ব্যাপার।

যশোরে তাপপ্রবাহে শিক্ষকের মৃত্যু

অথচ সেই তাপে রাস্তায় ভ্যান নিয়ে বের হয়েছেন চালক তাই চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলের সহযোগিতায় তাদের মুখে হাসি ফোটাতেই আমার এই উদ্যোগ। তাছাড়া সাধারণ মানুষকে সেবা করতে আমিসহ আমার পরিবার ভালোবাসে। এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার, তাহমিদ শাকিল,উৎসব আহম্মেদ, জুনায়েদ শাকিল, আহম্মেদ সিয়াব, রাকিব হোসেন, রাসেল মল্লিক, সুজয়, জয়, আনন্দ, সাজ্জাদ হোসেন, আলিফ রহমান, রাহান হোসেন, সাহেদ ও সোহানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য তীব্র গরমে শুধু ছাতা ও জুসই না শীত কালে কম্বল বর্ষা কালে অনুদানসহ আসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন ছাত্রলীগ নেতা ফিরোজ।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮...

যশোরের সাথে ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও বেনাপোলের যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’...

যশোরে ঢিলেঢালাভাবে চলছে ‘কমপ্লিট শাটডাউন’, সড়কে দেখা মেলেনি আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক: যশোরে ঢিলেঢালাভাবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (১৮...

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পবন ফকির (৭৫) নামে...