যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি তরুণের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তার নাম উইন রোজারিও (১৯)। তিনি নিজেই সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

তার পরিবার জানিয়েছেন, নিহত তরুণ মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুরে কুইন্সে নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ১০ বছর আগে ওই তরুণের পরিবার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলো।

নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার (২৮ মার্চ) এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণকে বুধবার তার কুইন্সের বাড়িতে পুলিশ গুলি করে। এতে তিনি নিহত হন। এর আগে সাহায্যের জন্য তিনি ৯১১ নম্বরে ফোন করেছিলেন।

কর্মকর্তারা বলেছেন, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিয়ে তেড়ে যান। এরপর একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেছেন, তার মা ছেলেকে ধরে রেখেছিলেন। পুলিশ অফিসারদের গুলি করার দরকার ছিলো না।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ গুলি চালানোর পরপরই উইন রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাআলো/এসআর

আপনার জন্য প্রস্তাবিত
Related

‘গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় সাত মাস...

গাজায় গণকবর: প্রায় ৪০০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে...

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে,...

পাকিস্তানের কাছে বকেয়া রাজস্ব নিয়ে ইয়াটার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে মোট ৭২...