বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আদালতের রায় এসেছে। বুয়েটে ছাত্ররাজনীতির দুয়ার খুলেছে। তবে ছাত্রলীগকে বলব, বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়, পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলবো, তাদের থেকে সাবধান থাকতে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাবির টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অবাক বিস্ময়ে দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয়। আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত।

হাছান মাহমুদ আরো বলেন, বুয়েটে সবসময়ই ছাত্ররাজনীতি ছিলো। বুয়েটের অনেক ছাত্রই রাজনীতির মাধ্যমে দেশকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদের টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। চলতি বছর ১ এপ্রিল বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। আর এতে পাঁচ বছর পর সেখানে আবার মূলধারার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি চলমান রাখার পথ উন্মুক্ত হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বিএনপি সাংগঠনিকভাবে দিনদিন দুর্বল হচ্ছে: কাদের

ঢাকা অফিস: জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায়...

আ. লীগের সংসদীয় দলের সভা ২ মে

ঢাকা অফিস: আগামী ২ মে আওয়ামী লীগের সংসদীয় দলের...

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে

ঢাকা অফিস: জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা...

বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি: ওবায়দুল কাদের

ঢাকা অফিস: ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে...