যশোরে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক মামলায় তিন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন পৃথক দুইটি আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস ও দ্বিতীয় আদালতের বিচারক সোহানী পূষণ এই রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার সাথী বেগম ও আনোয়ার হোসেনের স্ত্রী মহিতন বেগম এবং শার্শা উপজেলার বেড়ি গ্রামের পশ্চিমপাড়ার রনি আহম্মেদ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১১ মে শার্শা থানা পুলিশ উপজেলার উলাশী নীলকুঠি পার্কের সামনে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে রনি আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ গ্রাম করে পাঁচটি প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই মামুনুর রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই ইমরুল হুসাইন আসামি রনি আহম্মেদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রনি আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রনি আহম্মেদ জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছে।

অপর দিকে, ২০১২ সালের ১৮ জানুয়ারি চাঁচড়া ফাড়ির পুলিশ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মহিতন ও সাথীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিলদার সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে আটক দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই তোফায়েল আহম্মেদ। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহিতন ও সাথীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাথী কারাগারে আটক আছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ৭ পরিবার নিঃস্ব, ক্ষতি ২৩ লাখ টাকা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের...

শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে...