spot_img

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি, ভ্যাপসা গরমে জনসাধারন নাকাল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ১০ বছরের ব্যবধানে সব রেকর্ড ভেঙ্গে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছিয়েছে।
চুয়াডাঙ্গায় সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস যা দেশের মধ্যে সর্বোচ্চ।
এটিই চুয়াডাঙ্গাসহ দেশের এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি। তার আগে ২০০৫ সালের ২ জুন চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে টানা ১৮ দিন ধরে অব্যাহত আছে তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, রবিবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিলো ১৩ শতাংশ, এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১৬ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ৪০ শতাংশ।
এদিকে বৃষ্টির অভাবেও তীব্র তাপদাহে পানির স্তর নেমে গেছে। এতে টিউবওয়েলের পানি না ওঠায় চরম দুশ্চিন্তায় পড়েছেন এ জনপদের মানুষ।
চুয়াডাঙ্গা শহরের শাহাদত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম বলেন, দীর্ঘ ছুটির পর আমরা বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছি। কিন্তু চিউবওয়েলে পানি দিয়েও পনি ওঠাতে পারছি না । এতে দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের কমল মতি শিক্ষার্থীরা।
স্বাআলো/এস  

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

খুলনায় অধিকাংশ স্লুইস গেট নষ্ট, পানিবন্দি বাসিন্দারা

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

মাগুরায় নাশকতা মামলায় বিএনপির ১১ নেতা-কর্মী আটক

লিটন ঘোষ জয়, মাগুরা: কোটা আন্দোলনে সহিংসতা এবং নাশকতার...