স্মার্ট দেশ গড়তে নাগরিকদের পুষ্টি চাহিদা পূরণ করার বিকল্প নেই: এমপি নাবিল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

যশোর শহরের শংকপুর পশু হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, উন্নত, স্মার্ট ও সমৃদ্ধ দেশ গড়তে নাগরিকদের পুষ্টি চাহিদা পূরণ করার বিকল্প নেই। পুষ্টিকর নাগরিকদের মেধা ও মনন উন্নত হয়। দেশের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায়। দেশ কল্যাণে তাদের উপযুক্ত ভূমিকা রাখার সুযোগ হয়। সেই জন্য পুষ্টিতে সক্ষমতা অর্জন করার জন্য প্রাণি সম্পদ উৎপাদনে আরো তৎপর হতে হবে।

যশোরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি নাবিল

যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

স্বাগতিক বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন ও খামারি জয়নাল আবেদীন। এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু, ছাগল, হাঁস, মুরগী ও বিভিন্ন জাতের পাখি মেলাকে প্রাণবন্ধ করে তোলে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান...

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

যশোর জেনারেল হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ডে...

বাগেরহাটে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় মোসলেম মোল্লা (৭৫)...