spot_img

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে চাপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সবুজ (২১) ও একই উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিলো। এ জন্য নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সবুজ মোটরসাইকেলে লাহিনীপাড়া থেকে সান্দিয়ারার দিকে যাচ্ছিলেন। আর বিপ্লব বিপরীত দিকে আসছিলেন। পথে চাঁপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে বিকেল ৩টার দিকে তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শী সাজেদুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলেই অতিরিক্ত গতি ছিলো। মুহূর্তেই মোটরসাইকেল দুইটির মধ্যে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজনই গুরুতর আহত হন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কতজন নিহত হয়েছে, তা তিনি জানেন না।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

খুলনায় অধিকাংশ স্লুইস গেট নষ্ট, পানিবন্দি বাসিন্দারা

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

মাগুরায় নাশকতা মামলায় বিএনপির ১১ নেতা-কর্মী আটক

লিটন ঘোষ জয়, মাগুরা: কোটা আন্দোলনে সহিংসতা এবং নাশকতার...