খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার, বলছে ভারতীয় গণমাধ্যম

চিকিৎসার জন্য ভারতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবর বলছে, বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় হত্যকাণ্ডের শিকার হয়েছেন।

নিখোঁজ এমপি আনারের লাশ কলকাতা থেকে উদ্ধার

পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদপত্র সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত আটদিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাকে খুন করেছে তার তদন্তে নেমেছে পুলিশ প্রসাশন।

টিভি নাইট বাংলার প্রতিবেদনেও বলছে একই কথা। অনলাইন এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশের সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না।

এমপি আনারের নিখোঁজের ঘটনায় কালীগঞ্জ থানায় জিডি

পশ্চিমবঙ্গের আরেকটি অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, বুধবার সকালে নিউটাউনের একটি অভিজাত আবাসন থেকে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি খুন হয়েছেন নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি। ঘটনার তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৬ মে সকাল থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

৬ দিনেও সন্ধান মেলেনি এমপি আনারের

এ ঘটনায় শনিবার (১৮ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু শ্রী গোপাল বিশ্বাস কলকাতার বরানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

সিকিমের ভূমিধসে আটকে পড়েছে ১০ বাংলাদেশি পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিনের টানা বর্ষণ আর ভূমিধসে বড়...

রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

ঢাকা অফিস: দেশের দুই অঞ্চলসমূহের ওপর দিয়ে ৬০ কিলোমিটার...

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা

ঢাকা অফিস: ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক...

মালয়েশিয়ায় মানবপাচার, ১২ বাংলাদেশিসহ ৩৩ জন আটক

ঢাকা অফিস: মালয়েশিয়ায় মানবপাচার চক্রে জড়িত স্থানীয় দুই নাগরিকসহ...