যশোরের হাশিমপুর-কায়েতখালী ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড ঘোষণা দিলেন এমপি নাবিল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাশিমপুর-কায়েতখালী ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সোমবার (১৮ মার্চ) হাশিমপুর মধ্যপাড়ায় স্মার্ট লাইব্রেরি উদ্বোধনের পর প্রধান অতিথি হিসেবে তিনি হাশিমপুর-কায়েতখালীকে স্মার্ট ওয়ার্ড হিসেবে ঘোষণা দেন।

স্বপ্নদেখা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ যুব কাউন্সিলের সহ-সভাপতি জহির ইকবাল নান্নুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু ও ইউনিয়ন পরিষেদের সদস্য সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে: এমপি নাবিল

কাজী নাবিল আহমেদ এ সময় বলেন, শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় আসার মূল স্লোগান ছিলো দিন বদলের সনদ। অর্থনীতির প্রাণ সঞ্চার করা। সেই জন্য প্রয়োজন মানব সম্পদ উন্নয়ন। ব্যবসা, রাজনীতি ও অর্থনীতিতে এগিয়ে নেয়া। মানব সম্পদের উন্নয়ন করা। অথনৈতিক চলকগুলো সচল রাখা। সুষম উন্নয়ন নিশ্চিত করা। তাহলেই আগামী ‘৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। শেখ হাসিনা সেই
টার্গেটে এগিয়ে যাচ্ছেন। সর্বশ্রেণির মানুষকে নিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছেন’।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শার্শায় মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মোবাইল ফোন...

কলেজে চাকরি দেয়ার নামে প্রতারণা, ঘুষ গ্রহণের অভিযোগে এমএলএসএসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: তিন লাখ ঘুষ নিয়ে বারোবাজার ডিগ্রি কলেজে...

শার্শায় গৃহবধূকে ধর্ষণ: ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও...

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমান চিংড়ির চালান জব্দ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: মিথ্যা ঘোষণায় ভারত থকে...