যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা থেকে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পিছনে মুজিবনগর সরকারের তাৎপর্যময় ভূমিকা রয়েছে। যাদের মূল দায়িত্ব ছিলো মুক্তিযুদ্ধ পরিচালনা করা। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগারে বন্ধী থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিনের আহমেদের নেতৃত্বে অল্প সময়ে বাঙালি জাতি স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে। যাদের মূল প্রেরণায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্বাধীনতা পক্ষে এমন নেতৃত্বে তৈরি করেছিলেন কোনো কারণে তাকে জেলখানায় বন্ধী করলে যুদ্ধ পরিচালনায় বিঘ্ন ঘটবে না। বাঙালির অধিকার ও স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন। বঙ্গবন্ধুই হলেন বাঙালির প্রকৃত নেতা, বন্ধু। বাংলাদেশের কল্যাণে বঙ্গবন্ধুর বিকল্প কেউ হতে পারবে না।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।

যশোর সরকারি এমএম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী। শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. ভারতী হালদার, সহকারী অধ্যাপক শাহাদত হোসেন ও মনিরুজ্জামান।

যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অমলেন্দু বিশ্বাস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানের আহবায়ক ড. সবুজ শামীম হাসানের সভাপতিত্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দিলরুবা খানম ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনুপম বোশাক।

যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবীব ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ।

যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান ও জসিম উদ্দিন।

যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, অশোক কুমার দে, মনিরুজ্জামান, সহকারি শিক্ষক কামরুল হাসান, শিক্ষার্থী তাওসিব আলম ও মেজবাউর রহমান।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো...

যশোর সদরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের নেতৃত্বে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চৌগাছায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে জয়দেব মণ্ডল (৫)...

যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি 

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র...