ধেয়ে আসছে রেমাল: সর্বোচ্চ সতর্কতা গ্রহণ

সম্পাদকীয়: ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ মে রাতে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ২৫ মে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যা সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডবিউওটি)। এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাংলাদেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলাগুলো হলো, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।

প্রাকৃতিক দুযোগ প্রতিরোধে মানুষের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তার কাজ করেই যায়। তাই বলে হাত-পা কোলে করে বসে থাকা উচিত নয়। এ জন্য সব সময় সরকারের পূর্ণ প্রস্তুতি থাকে। এবারো সে রকম প্রস্তুতি আছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাংলাদেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ঘূর্ণিঝড় ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়টি মোকাবিলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম প্রেরণ শুরু করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৮ হাজার স্বেচ্ছাসেবক কয়েক দিন যাবৎ মাঠে আগাম সতর্কবার্তা প্রচারসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতের কাজ করছে।

সরকারি উদ্যোগে মানুষের জানমাল রক্ষার ব্যবস্থাতো হচ্ছেই তারপরও ব্যক্তিগত উদ্যোগে যতদূর সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। অতীতে আইলা, আমফানসহ সব ঘূর্ণিঝড়ের সময় এমটা দেখা গেছে। এ কারণে ক্ষয়-ক্ষতি সীমিত রাখা গোছ। প্রাকৃতিক দুর্যোগ ধূণিঝড় রেমাল থেকে মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এ প্রর্থনার সাথে আমাদের প্রস্তুতি সক্রিয় হোক।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

নওয়াপাড়া নদী বন্দরের অস্তিত্ব হারিয়ে যাবে?

সম্পাদকীয়: যশোর শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এককালের প্রমত্তা...

দেশে প্রতিদিন ৫০ শিশু ডুবে মারা যাচ্ছে

সম্পাদকীয়: ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।...

ঘোষণা দিয়ে রক্তপাত ও প্রাণহানির ঘটনা সভ্যতাবহির্ভুত

সম্পাদকীয়: টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের...

কৃষক বাঁচাতে শস্যবিমা চালুর বিষয়টি ভাবা যেতে পারে

সম্পাদকীয়: প্রাকৃতিক দুর্যোগে কৃষককে আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য...