spot_img

যশোরে রমজানে পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বয়কটের ডাক দিয়ে মাইকিং

নিজস্ব প্রতিবেদক: রমজানকে কেন্দ্র করে সেসব পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে, সেগুলো বর্জনের আহবান জানিয়ে প্রচারণা চালিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)।

রবিবার (১০ মার্চ) শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে মাইকিং ও গণসংযোগ শুরু হয়।

শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগের পর প্রেসক্লাব যশোরের সামনে একটি মানববন্ধনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শেষ হয়।

দিনভর প্রচারণায় তেল, চিনি, খেজুর, রূহ আফজা, পেঁয়াজ, আলু, গরুর মাংস, তরমুজসহ যেসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেগুলো বয়কটের আহবান জানায় সংগঠনটি।

মাইকিংয়ে তেলের দাম ১০০ টাকা, চিনি ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা, রুহ আফজা ২০০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, আলু ২০ টাকা এবং গরুর মাংস ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। অন্যথায় এগুলো বয়কটের আহবান জানানো হয়। বিকেলে ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

প্রচার ও গণসংযোগ চলাকালে অনেকেই প্রচারকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনেকে সেলফি তোলেন ও ফেসবুকে লাইভ করতে থাকেন। মাইকিং ও গণসংযোগে অংশ নেন আন্দোলনের সমন্বয়ক ব্রাদার টিটো ও যশোর নাগরিক সংঘের সদস্য আমিনুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, সব ধরনের নিত্যপণ্যের প্রতিনিয়ত লাগামহীন ও অন্যায় মূল্য বৃদ্ধির মধ্যে রমজানেও সাধারণ জনগণের নিস্তার নেই। তেল, চিনি, খেজুর, রূহ আফজা, পেঁয়াজ, আলু, গরুর মাংস ও তরমুজের দাম বাড়িয়েছে অসৎ ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর নাগরিক সংঘের সদস্য ও ছাত্রমৈত্রীর সাবেক নেতা আহাদ আলী মুন্না, যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সাবেক সভাপতি নূর ইমাম বাবুল ও সংঘের সদস্য আমিনুল ইসলাম।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

যশোরে বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার আতাই নদের বাঁধ ভেঙে...

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮...

যশোরের সাথে ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও বেনাপোলের যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’...