যশোরের ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে ভৈরব নদে এমভি সাকিব বিভা-২ নামে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শনিবার (১৩ এপ্রিল) রাতে নওয়াপাড়া নদীবন্দর এলাকার নোনাঘাট নামক স্থানে জাহাজের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৬৮৫ মেট্রিক টন কয়লা ছিলো। যার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা।

জেএইচএম গ্রুপ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকায় এনেছিলো।

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে একটি মাদার ভেসেলে কয়লা আমদানি করে মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্টে রাখা হয়। মাদার ভেসেল থেকে এমভি সাকিব বিভা-২ নামের একটি কার্গো জাহাজে ৬৮৫ মেট্রিক টন কয়লাবোঝাই করা হয়। শুক্রবার অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা করে।

এমভি সাকিব বিভা-২ জাহাজের মাস্টার বিল্লাল হোসেন বলেন, শনিবার মধ্যরাতে জাহাজ ঘোরানোর সময় নদের মাটির সঙ্গে তলদেশ আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজের তলা ফেটে যায়। রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকে জাহাজে পানি ঢুকতে শুরু করে।

যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যান চালকের

সকালে নদীতে ভাটা থাকায় পাটি ধীরে ধীরে ঢুকতে শুরু করে। এক পর্যায়ে জাহাজ ডুবে গেলে আমি, সুকানিসহ জাহাজে থাকা মোট ১১ জন সদস্য সাঁতরে নদীর তীরে উঠি। ৬৮৫ মেট্রিক টন কয়লার বাজার মূল্য সম্পর্কে তিনি বলেন, জাহাজে আনুমানিক এক কোটি ১৫ লাখ টাকার কয়লা রয়েছে।

পহেলা বৈশাখের সর্ববৃহৎ অনুষ্ঠান হবে যশোরে 

কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপের নওয়াপাড়া অফিসের লজিস্টিক ম্যানেজার রাহুল দেব জানান, সোমবার থেকে কয়লা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ বোঝা যাবে না।

নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে এমন সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী করণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শার্শায় মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মোবাইল ফোন...

উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে: ইসি হাবিব

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: এবারের নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং...

কলেজে চাকরি দেয়ার নামে প্রতারণা, ঘুষ গ্রহণের অভিযোগে এমএলএসএসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: তিন লাখ ঘুষ নিয়ে বারোবাজার ডিগ্রি কলেজে...

শার্শায় গৃহবধূকে ধর্ষণ: ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও...